মনিপুষ্পক খাঁ, শান্তিনিকেতন : – রবীন্দ্রনাথের ভালোবাসার, স্বপ্নের নদী কোপাই । বিশ্ব ঐতিহ্যক্ষেত্রের মধ্যে না পড়লেও কোপাই ছাড়া শান্তিনিকেতন যেন সম্পূর্ণ হয় না।লাভপুরের হাঁসুলি বাঁক, কঙ্কালীতলার শ্মশানের পিছন দিয়ে তির তির করে বয়ে চলেছে কোপাই। বিভিন্ন লেখকের লেখায়, বিভিন্ন সাহিত্যে গুরুত্বপূর্ণ ভূমিকায় উঠে এসেছে ঐতিহ্যবাহী কোপাই নদী। কোপাইয়ের রূপ রবীন্দ্রনাথ স্বয়ং তার লেখায় তুলে ধরেছেন। কোপাই নদীর পাড়ে বসে শান্তির পরিবেশে একসময় কতই না গল্প করেছেন প্রেমিক যুগল। সেই অপূর্ব সুন্দর, শান্তির কোপাই এখন অস্তিত্বের সংকটে।কোপাই নদী ভিউপয়েন্টের কাছেই পর্যটকদের ফেলে যাওয়া প্লাস্টিক বিভিন্ন সরঞ্জামে নদী তার স্বাভাবিক সৌন্দর্য হারিয়েছে। নদীর বুকে অবাধে কেউ কেউ ফেলে যাচ্ছেন বিয়ারের,মদের বোতল। কখনো প্রি ওয়েডিং ফটোগ্রাফি বা শুটিং এর জন্য নদীর মধ্যে নামিয়ে দেওয়া হচ্ছে বাইক, গাড়ি। আকাশে মিনিটে মিনিটে উড়ছে ড্রোন আর তাতেই শান্তির পরিবেশ তো দূর নদীর স্বাভাবিক চেহারাও বদলে যাচ্ছে অনেকখানি। যারা পূর্বের কোপাই দেখেছেন তাঁরা দৃশ্যতই বর্তমানের পরিস্থিতি দেখে অবাক হবেন।
প্রসঙ্গত, কোপাই ক্রমাগত দখল হয়ে চলার খবরও এর আগে উঠে এসেছে। সেইসময় পথে নামেন ‘শান্তিনিকেতন খোয়াই সাহিত্য সংস্কৃতি সমিতি’ ও নদীপ্রেমী মানুষজনেরা। বর্তমানের পরিস্থিতিতে কোপাই নদী এখন মজে যাওয়ার পথে। শান্তিনিকেতনবাসীর একাংশের অভিযোগ, আগেই অনেকাংশে যথেচ্ছ কংক্রিটের নির্মাণ আর ইটভাটার দাপটে হারিয়ে গিয়েছে কোপাইয়ের সৌন্দর্য। এ বার শান্তিনিকেতনের গোয়ালপাড়া ব্রিজ সংলগ্ন কোপাই নদীর পাড়ে পর্যটকদের ফেলে যাওয়া প্লাস্টিক আর যত্রতত্র প্রি ওয়েডিং শুটের দাপটে হারিয়ে যাচ্ছে কোপাইয়ের সৌন্দর্য।
![](https://www.sristisakal.com/wp-content/uploads/2025/01/WhatsApp-Image-2025-01-04-at-2.15.58-PM-2-1024x799.jpeg)
নিজস্ব প্রতিবেদন।
![](https://www.sristisakal.com/wp-content/uploads/2025/01/WhatsApp-Image-2025-01-04-at-2.16.01-PM-4-980x1024.jpeg)
নিজস্ব প্রতিবেদন।
![](https://www.sristisakal.com/wp-content/uploads/2025/01/WhatsApp-Image-2025-01-04-at-2.15.59-PM-1-1024x895.jpeg)
নিজস্ব প্রতিবেদন।
![](https://www.sristisakal.com/wp-content/uploads/2025/01/WhatsApp-Image-2025-01-04-at-2.16.00-PM-1-1024x998.jpeg)