নিজস্ব প্রতিনিধি মালদা, অবাইদুর রহমান,
মালদার তৃণমূল নেতা বাবলা সরকার খুনের ঘটনায় দুই সন্দেহ ভাজনের ছবি প্রকাশ। প্রকাশ করল মালদা জেলা পুলিশ। পলাতক দুই সন্দেহ ভাজনের খোঁজ দিতে পারলেই আর্থিক পুরস্কার। আর্থিক পুরস্কার দেওয়ার ঘোষণা করে দুই সন্দেহভাজনের ছবি প্রকাশ করল পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, দুই সন্দেহভাজনের মধ্যে একজনের নাম কৃষ্ণ রজক ওরফে রোহন, বয়স ৩০ বছর। বাড়ি মালদা শহরের ঝলঝলিয়া রেলওয়ে ব্যারাক কলোনী এলাকায়। এবং অপরজনের নাম বাবলু যাদব, বয়স ৩১ বছর, বাড়ি মালদা শহরের মহানন্দাপল্লী এলাকায়। বাবলা সরকার খুনের পর থেকে তারা পলাতক রয়েছে। তাই পলাতক দুই ‘সন্দেহভাজনকে ধরতে আর্থিক পুরস্কার ঘোষণা করে তাদের ছবি প্রকাশ করেছে মালদা জেলা পুলিশ। এবং মালদা জেলা পুলিশ খুব গুরুত্ব দিয়ে তাদেরকে ধরার চেষ্টা চালাচ্ছেন মালদা জেলা পুলিশ