মনিপুষ্পক খাঁ – নামটা শুনলেই বুকের ভেতরটা ছ্যাঁৎ করে ওঠে। ঘন ও দুর্ভেদ্য জঙ্গলের ভেতরে ঘুরে বেড়ায় ব্ল্যাক প্যান্থার আর জাগুয়ারের দল। জলাভূমিতে গিজগিজ করে কুমির আর গ্রিন অ্যানাকোন্ডা। নদীর জলে মৃত্যুদূত হয়ে ওঁত পাতে ইলেকট্রিক ইল আর পিরানহা মাছ। গাছের ডালপালায় জাল পেতে রাখে বিষাক্ত ট্যারেন্টুলা মাকড়সা। দক্ষিণ আমেরিকার ৯ টি দেশের, ৫৫ লক্ষ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে রয়েছে বিশ্বের এই বৃহত্তম রেনফরেস্ট আমাজন। যাকে পৃথিবীর ফুসফুস বলা হয়। আমাজনের বুক চিরে অ্যানাকোন্ডার মতই এঁকেবেঁকে এগিয়েছে আমাজন নদী। আমাজনের বিস্তীর্ণ অঞ্চল এখনও পৃথিবীর কাছে অপরিচিত ও রহস্যময়। আমাজনে রয়েছে প্রায় ১১৩ টি আদিম উপজাতি। আমাজনের গভীরে তাদের বসবাস। এদের মধ্যে এমন অনেক উপজাতি আছে যাদের কথা পৃথিবী জানে না। যারা সভ্য সমাজ থেকে হাজার হাজার বছর ধরে স্বেচ্ছা-নির্বাসন নিয়ে আছে আজও। যাদের সঙ্গে তথাকথিত সভ্য জগতের বিন্দুমাত্র সম্পর্ক নেই। এই সমস্ত উপজাতিরা, বাইরের মানুষদের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে চায় না। তাদের সঙ্গে জোর করে যোগাযোগ করতে গেলে, পরিণতি হয় ভয়ঙ্কর। আমাজনের গভীরে তাদের ডেরার কাছাকাছি গেলেই বিষাক্ত তির বা ব্লো-পাইপ থেকে ছুটে আসা শলাকা বিঁধে নিশ্চিত মৃত্যু। এই ১১৩ টি উপজাতির মধ্যে, এখনও পর্যন্ত মাত্র ২৭ টি উপজাতির ছবি তোলা গেছে। বাকি ৮৬ টি উপজাতির উপস্থিতি স্যাটেলাইটের মাধ্যমে জানা গেলেও, দুর্ভেদ্য জঙ্গলের ভেতরে থাকার কারণে এবং বিভিন্ন রহস্যময় কারণে তাদের সাথে যোগাযোগ স্থাপন করা যায় নি।
আমাজনে ৮৫ লাখ প্রজাতির পোকামাকড়, ৪২৮ প্রজাতির উভচর, ৩৭৮ প্রজাতির সরীসৃপ এবং ৪২৭ প্রজাতির স্তন্যপায়ী প্রাণী রয়েছে। অনিন্দ্য সৌন্দর্যের পাশাপাশি বিপজ্জনক অনেক প্রাণীই আমাজনে বসবাস করে। আমাজনে রয়েছে পৃথিবীর সবচেয়ে বড় এবং ভয়ংকর সাপ অ্যানাকোন্ডা। এছাড়া রয়েছে লাল চোখা ব্যাঙ, বিভিন্ন প্রজাতির পোকামাকড়, জাগুয়ার, বানর, বৈদ্যুতিক ইল, পিরানহা, বিষাক্ত ডার্ট ফ্রগসহ অসংখ্য বিষাক্ত জাতের সাপ ও বিভিন্ন ধরনের সরীসৃপ প্রাণী।
আমাজনে প্রায় ৩৯০ বিলিয়ন বৃক্ষ রয়েছে যা প্রায় ১৬ হাজার প্রজাতিতে বিভক্ত। বহু অপরিচিত , ভয়ংকর গাছ রয়েছে আমাজনে। কিছু গাছ আছে মানুষখেকো ও রহস্যময়তায় ঘেরা। হরেক রকমের গাছপালা দিয়ে আবৃত এ বনে বেশির ভাগই চিরহরিৎ বৃক্ষ। তাই এ বনকে চিরহরিৎ বনও বলা হয়। পৃথিবী জুড়ে যেসব রেইনফরেস্ট রয়েছে তার অর্ধেকটাই এই অরণ্য। প্রসঙ্গত, আমাজন পৃথিবীর সেই অরণ্য যার অল্পই আমাদের সামনে পরিচিত। আমাজনের বিস্তীর্ণ এলাকা পৃথিবী এখনো জানে না, সেখানে বসবাসকারী আদিম উপজাতি থেকে পশু ,পাখি এমনকি বহু প্রজাতির ভয়ংকর সমস্ত গাছেদের ব্যাপারে। যারাই আমাজনে কে জানতে সেই অরণ্যের গভীরে প্রবেশ করেছেন তাঁরা আর ফেরত আসেন নি, সেই দলে প্রচুর বিশেষজ্ঞ থেকে সাংবাদিক অনেকেই রয়েছেন।
উল্লেখযোগ্য , আমাজন বনাঞ্চলের বড় অংশ, প্রায় ৬০%, ব্রাজিলে অবস্থিত। এরপরে পেরুতে ১৩%, কলম্বিয়াতে ১০%, এবং সামান্য পরিমাণে বলিভিয়া, ইকুয়েডর, ফরাসি গায়ানা, গায়ানা, সুরিনাম এবং ভেনিজুয়েলায় বিস্তৃত।