নিজস্ব সংবাদদাতা কাত্তিক বন্দ্যোপাধ্যায়
কলকাতা পুলিশের সাইবার বিভাগ “ডিজিটাল গ্রেপ্তার” মামলায় এক মাস্টারমাইন্ড কে ব্যাঙ্গালুরু থেকে গ্রেপ্তার করেছে। এই ব্যাক্তি ১৮০ কোটি মিউল অ্যাকাউন্ট চক্রের মূল চক্রী। এই চক্রের যোগসূত্র সারা দেশে ৯৩০ টিরও বেশি অভিযোগের সঙ্গে পাওয়া গেছে।
অভিযুক্তের কাছ থেকে একাধিক ইলেকট্রনিক গ্যাজেট উদ্ধার করা হয়েছে। এই মামলায় এখন পর্যন্ত মোট ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
কলকাতা পুলিশের তরফ থেকে পুনরায় জানানো হয়, ডিজিটাল গ্রেপ্তার একটি প্রতারণা, এবং এরূপ কোনো গ্রেপ্তার আইনত বৈধ নয়।