মনিপুষ্পক খাঁ : – একজন তৃণমূল কংগ্রেসের চিকিৎসক নেতা শান্তনু সেন,অন্যজন ভাঙ্গরের দাপুটে তৃণমূল নেতা আরাবুল ইসলাম। দল বিরোধী কাজের জন্য দুই,জন কেই তৃনমূল কংগ্রেস থেকে সাসপেন্ড করা হলো শনিবার সন্ধ্যায়। প্রসঙ্গত, আরজিকর কান্ডে প্রকাশ্যেই সরব হয়ে ছিলেন শান্তনু। সেই সময়ে সরকার ও দলের উপর যথেষ্ট চাপ বাড়িয়ে প্রশ্ন তুলে দিয়েছিলেন সরকারি হাসপাতালে দুর্নীতি ও রাজনীতি নিয়ে। অভিযোগ করেছিলেন তাঁর মেয়ের সাথেও আরজিকরে নানা ঘটনার কথা। তারপর থেকেই দলের সাথে দূরত্ব বেড়েছিল এই চিকিৎসক নেতার। চরম অস্বস্তিতে পড়ে তৃণমূল সেই সময় দলের মুখপত্রের পদ থেকে সরিয়ে দেয় শান্তনুকে, রোগী কল্যাণ সমিতি থেকেও অব্যাহতি দেওয়া হয় তাকে।
অন্যদিকে আরাবুল ইসলাম তৃনমূলের সেই নেতা যাকে কিছুদিন আগেই গ্রেফতার করে পুলিশ,জেলও খেটেছেন তিনি। তৃনমূলের প্রতিষ্ঠা দিবসে পতাকা উত্তোলন কে কেন্দ্র করে ফের সংঘর্ষ বাঁধে ভাঙ্গরে। অভিযোগ ওঠে আরাবুল ইসলাম ও শওকত মোল্লা দুই গোষ্ঠীর লোকদের বিরুদ্ধে। স্থানীয় এলাকার দখল কার হাতে থাকবে সেই নিয়ে প্রকাশ্যে চলে আসে তৃণমূলের তুমুল গোষ্ঠীদ্বন্দ্ব। তৃনমূল কংগ্রেসের এই অবস্থার সুযোগ নিয়ে বিরোধী দলগুলি আক্রমণ করে রাজ্যের শাসক দলকে।
প্রসঙ্গত, আরাবুল ইসলামের বিরুদ্ধে স্থানীয় এলাকায় সন্ত্রাস, ভোট পরবর্তী হিংসা সহ, বোমাবাজি ও বিভিন্ন বহু অভিযোগ রয়েছে।
তৃনমূল কংগ্রেসে শুদ্ধিকরণের বার্তা আগেই পাওয়া গিয়েছিল , এদিন এই দুই নেতাকে সাসপেন্ড করা রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।