নিজস্ব প্রতিনিধি মালদা, মোথাবাড়ি অবাইদুর রহমান
বেহাল রাস্তা সংস্কারের দাবীতে পথ অবরোধ। পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসীন্দা সহ এলাকার শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা। শুক্রবার ঘটনাটি ঘটেছে মালদার বৈষ্ণবনগর বিধানসভার চরিঅনন্তপুর গ্রাম পঞ্চায়েতের বাহান্নকুড়ি এলাকায়। জানা গেছ, বৈষ্ণবনগর বিধানসভার চরিঅনন্তপুরের গোলাপগঞ্জ থেকে মহব্বতপুর পর্যন্ত প্রায় ৯ কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে। বেহাল ৯ কিলোমিটার রাস্তার মধ্যে বেশ কয়েক কিলোমিটার রাস্তা কার্যত চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। এই বিষয়ে স্থানীয় বাসীন্দারা বহুবার স্থানীয় জনপ্রতিনিধি থেকে শুরু করে প্রশাসনের বিভিন্ন মহলে জানিয়েছেন। রাস্তা সংস্কারের দাবী তুলে ধরেছেন। কিন্তু কোন লাভ হয়নি। যার প্রতিবাদে শুক্রবার চরিঅনন্তপুরের বাহান্নকুড়ি মোড়ে এলাকার বাসীন্দারা পথ অবরোধ করেন। অবরোধে সামিল হন এলাকার ছাত্রছাত্রী সহ শিক্ষক-শিক্ষিকারা।
![](http://www.sristisakal.com/wp-content/uploads/2025/01/WhatsApp-Image-2025-01-11-at-8.43.44-AM.jpeg)
তারা সকলে মিলে রাস্তার দাবীতে জোর বিক্ষোভ দেখান। বিক্ষোভকারীদের অভিযোগ, এই রাস্তা বেশ কয়েক বছর ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। কিন্তু রাস্তা সংস্কারের ব্যাপারে প্রশাসনের কোন হেলদোল নেই। স্থানীয় জনপ্রতিনিধিরা শুধু দেখছি, দেখবো, করছি, করবো করে নানারকম টালবাহানা করে চলেছেন। তাই আজ বাধ্য হয়ে তারা পথ অবরোধ করেছেন। এতে কাজ না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন।