মনিপুষ্পক খাঁ : – রাজ্য পুলিশ পদে ফের রদবদল হলো শুক্রবার।পূর্ব বর্ধমান ও বীরভূম দুই জেলায় পুলিশ সুপারদের বদলি করা হল। শুক্রবার রাজ্য পুলিশের ডিআইজি-র তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হল, পূর্ব বর্ধমান ও বীরভূমের নতুন এসপি-দের নাম। পূর্ব বর্ধমানের নতুন পুলিশ সুপার হলেন সায়ক দে। আর বীরভূমের দায়িত্ব দেওয়া হলো আমনদীপ কে । প্রসঙ্গত ,আমনদীপ ছিলেন এতোদিন পূর্ব বর্ধমানের এসপি। বীরভূমে এতদিন যিনি এসপি-র দায়িত্ব সামলেছেন, সেই রাজনারায়ণ মুখোপাধ্যায়কে পাঠানো হয়েছে রাজ্য ট্রাফিক পুলিশে।
উল্লেখযোগ্য, বীরভূমের বিভিন্ন নদী থেকে অবৈধ বালি পাচারের অভিযোগে সম্প্রতি প্রশাসনিক বৈঠকে কার্যত বীরভূম জেলা নিয়ে বিরক্ত প্রকাশ করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার পরই দুই জেলার পুলিশের শীর্ষ পদের বদলকেইঙ্গিত পূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।