নিজস্ব প্রতিনিধি মালদা,অবাইদুর রহমান
একগুচ্ছ দাবীতে সোমবার মালদার হবিবপুর ব্লকে আন্দোলনে নামল বামদল সিপিআই এম । আন্দোলনের অঙ্গ হিসেবে বিক্ষোভ-ডেপুটেশন কর্মসূচি পালন করল হবিবপুর বিডিও অফিসে গিয়ে। এই কর্মসূচিকে সামনে রেখে এদিন সিপিআই এম দলের নেতাকর্মীরা হবিবপুর রাইস মিল মাঠ থেকে মিছিল বের করেন। মিছিলে নেতৃত্ব দেন সিপিআই এম দলের জেলা সম্পাদক বাবর সরকার, হবিবপুর ব্লক সম্পাদক নিবারণ মন্ডল, সিপিআই এম দলের নেতা দীপক বর্মণ সহ অন্যান্যরা। তাদের উপস্থিতিতেই এদিন দলের নেতাকর্মীরা মিছিল করে মোট ২১ দফা দাবীতে প্রথমে হবিবপুর বিডিও অফিসের সামনে বিক্ষোভ দেখান।

বিক্ষোভ শেষে ডেপুটেশন তুলে দেন বিডিও মনোজ কাঞ্জিলালের হাতে। এদিন যে সমস্ত দাবীতে সিপিআই দলের পক্ষ থেকে ডেপুটেশন পেশ করা হয় তারমধ্যে রামপুরা ও ধনঞ্জয় খাঁড়ির উপর ব্রীজ নির্মাণ, আকতৈল ও মঙ্গলপুরা অঞ্চলে হাইস্কুল তৈরি, হবিবপুর ও বামনগোলা এলাকায় কৃষি সেচের ব্যবস্থা করা, বিধবা ভাতা ও বার্ধক্যভাতা ৩হাজার টাকা করা, এমজিএনআরইজিএস প্রকল্পে বছরে দুশো দিনের’ কাজের ব্যবস্থা করা, ব্লকের প্রতিটি অঞ্চলে ধানক্রয় শিবির খোলা, কৃষকদের উৎপাদিত ফসলের সহায়কমূল্য প্রদান ইত্যাদি ছিল অন্যতম।