মনিপুষ্পক খাঁ : – পূর্ব বর্ধমানের আউসগ্রামে বুধবার স্থানীয় সময় সকাল এগারোটায় সরজমিনে আদিবাসী গ্ৰামে এসে গ্ৰামবাসীদের সাথে সরাসরি কথা বলে এবং তাদের জীবনযাপনের পরিস্থিতি খতিয়ে দেখলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস। এদিন তিনি জঙ্গলে ঘেরা জনজাতি অধ্যুষিত আউসগ্রাম ১ নম্বর ব্লকের বননবগ্রাম, শোকাডাঙ্গায় আসেন ।

সেখানে রাজ্যপাল কে জনজাতিরা নিজেদের সাংস্কৃতিক নাচের মধ্যে দিয়ে স্বাগত জানায়,পরে রাজ্যপাল জাতীয় সংগীতেও অংশগ্রহণ করেন। এদিন স্থানীয় মানুষদের সাথে রাজ্যপাল কথা বলেন। তাদের বিভিন্ন অসুবিধার কথা শোনেন এবং বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখেন। রাজ্যপালের আউশগ্রাম সফর নিয়ে সতর্ক ছিল জেলা প্রশাসন, প্রচুর পরিমাণে নিরাপত্তার ব্যবস্থা করা হয় এদিন। রাজ্যপাল কে দেখতে জনজাতি সম্প্রদায়ের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতন।