মনিপুষ্পক খাঁ: – মকর সংক্রান্তির সঙ্গে সঙ্গেই শুরু হয়ে যায় বীরভূমের কেন্দুলিতে ঐতিহ্যবাহী জয়দেবের মেলা। দেশ-বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত বাউল-ফকিরদের স্নান ও সাধনভজনের ব্যবস্থার প্রায় প্রতিবছরই নজর কাড়ে এই মেলা। দেশের শিল্পীদের সঙ্গে বিদেশি বাউল, শিল্পীদের একাত্ম হওয়া জয়দেবের মেলার মূল আকর্ষণ। কিন্তু অন্যান্যবারের চেয়ে এবার জয়দেবের মেলার ছবিটা আলাদা। বিদেশি বাউলদের তেমন দেখা যাচ্ছে না ফলে স্বাভাবিকভাবেই মন খারাপ জয়দেব মেলায় আসা শিল্পীদের। মকর সংক্রান্তির পুণ্য তিথিতে জয়দেব কেন্দুলিতে দেশ বিদেশের হাজারও বাউলের সমাগম হয় । তাঁবু ফেলে আখড়াও তৈরি হয়। এবারও প্রায় ২৫০ টি অস্থায়ী আখড়া গড়ে উঠেছে। মেলায় ৬০০টি দোকান পসরা সাজিয়ে বসিয়েছেন।

কিন্তু বিদেশি বাউল শিল্পীদের গরহাজিরায় যেন জয়দেবের পুণ্যভূমি এই বছর খানিকটা শূন্য।অস্থিরতা, ভিসা নিয়ে জটিলতার কারণে বাংলাদেশি বাউলরা এবার অনুপস্থিত জয়দেবে। ফলে একতারা, দোতারার মিঠে সুরের জায়গা নিয়েছে যান্ত্রিক কী-বোর্ড, পিয়ানো। তাই অধিকাংশ আখড়াগুলিতে এবার মনখারাপের সুর। জয়দেব মেলায় ঘুরতে আসা এক পর্যটককে প্রশ্ন করা হলে তিনি বললেন – ” বাউল সাধকদের দেহতত্ত্ব নির্ভর সরল ভাষার গান আজ হারিয়ে যেতে বসেছে। সেই গানের শুনতেই জয়দেব মেলায় আসা “