মনিপুষ্পক খাঁ: – সম্প্রতি ফের চালু হচ্ছে ইসলামাবাদ ও প্যারিসের মধ্যে বিমান পরিষেবা। এতেই বাধ সেধেছে পাকিস্তানের। বহু প্রতীক্ষিত এই বিমান পরিষেবা নিয়ে ঢালাও প্রচার করছে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স।তাদের একটি বিজ্ঞাপন প্রকাশ্যে এসেছে , তাতে আইফেল টাওয়ারের ছবি দিয়ে লেখা ” প্যারিস উই আর কামিং” বিজ্ঞাপনটি দেখতে অনেকটা ২০০১ সালে আমেরিকার ওয়ার্ল্ড ট্রেড সেন্টার বিমান হানার মতো। এই নিয়ে সমালোচনার ঝড় উঠেছে সামাজিক মাধ্যমে। চরম অস্বস্তিতে পড়ে পাক প্রধানমন্ত্রী শাহাবাজ শরিফ ড্যামেজ কন্ট্রোলের জন্য তদন্তের নির্দেশ দিয়েছেন। পাকিস্তানের বিদেশ মন্ত্রী সংসদে জানিয়েছেন কিভাবে এরকম বিজ্ঞাপন অনুমোদন পেল সে বিষয় তদন্ত চলছে।

উল্লেখযোগ্য, আমেরিকায় ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে বিমান হানার মাস্টারমাইন্ড খালিদ শেখ মোহাম্মদকে পাকিস্তান থেকেই গ্রেপ্তার করা হয়েছিল। এমনকি ২০১১ সালে পাকিস্তানেই আলকায়েদা প্রধান ওসামা বিন লাদেন কে নিকেশ করেছিল মার্কিন বাহিনী। লজ্জাজনক এই অধ্যায় থেকে নিজেদের বরাবরই লুকিয়ে রাখতে চেয়েছে পাকিস্তান কিন্তু পাক বিমান সংস্থার বিজ্ঞাপনে সেই বিতর্ক ফিরে আশায় ফের মুখ পুড়ছে পাকিস্তানের।