মনিপুষ্পক খাঁ : – শুক্রবার কাটোয়া মহকুমা শাসকের দপ্তর অভিযান করলো ভারতের ছাত্র ফেডারেশন( এসএফআই )। ছাত্র সংগঠনটির অভিযোগ স্কুল স্তর থেকে কলেজ স্তর অবধি প্রত্যেক ক্ষেত্রেই ছাত্রছাত্রীরা নির্দিষ্ট কিছু সমস্যার মুখোমুখি হচ্ছে। স্কুলের বার্ষিক ফি সরকারি নিয়ম অনুযায়ী ২৪০ টাকার বেশি নেওয়া যায়না। অথচ কাটোয়া সাবডিভিশনের অধিকাংশ স্কুলেই ২৪০ টাকার অধিক ফি নেওয়া হচ্ছে, এবং অনেক ক্ষেত্রে সঠিক রশিদ ছাড়াই এই অর্থ গ্রহণ করা হচ্ছে বলে ছাত্র সংগঠনটির দাবি।

কম্পোজিট গ্রান্টের বরাদ্দ অর্থ এক বছরের বেশ সময় ধরে বকেয়া পরে রয়েছে। স্কুলে সঠিক পরিকাঠামো নেই , ছাত্র অনুপাতে পর্যাপ্ত শিক্ষকের অভাব সহ মূলত ক্যাম্পাসে গণতান্ত্রিক উপায়ে ছাত্রসংসদ নির্বাচন, স্কুলের বর্ধিত ফি ফেরত, বকেয়া কম্পোজিট গ্রান্ট প্রদান এবং বরাদ্দ বৃদ্ধি, স্কুলে পর্যাপ্ত শিক্ষক নিয়োগ, প্রতিটি ক্যাম্পাসে GSCASH গঠনের দাবি নিয়ে এদিন এই অভিযান করা হয় এবং মহকুমা শাসককে ডেপুটেশন দেওয়া হয় এসএফআইয়ের পূর্ব বর্ধমান জেলা কমিটির পক্ষ থেকে।

এদিন ছাত্র সংগঠনটির ডেপুটেশন এসডিও সরাসরি নিতে না চাইলে সাময়িক বিক্ষোভ শুরু হয় পর অবশ্য মহকুমা শাসক ডেপুটেশন গ্রহণ করেন। এদিনের অভিযানে বক্তব্য রাখেন ভারতের ছাত্র ফেডারেশন পূর্ব বর্ধমান জেলা কমিটির সভাপতি কমরেড প্রবীর ভৌমিক, সম্পাদক কমরেড উষসী রায় চৌধুরী, পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সদস্য কমরেড অয়ন ঘোষ সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ।
