নিজস্ব প্রতিনিধি মালদা, অবাইদুর রহমান
মালদার কালিয়াচকের দারিয়াপুর মোমিনপাড়ায় সংঘর্ষ, শুট আউট, শুট আউটে এক তৃণমূল কর্মীর মৃত্যু এবং দুই স্থানীয় তৃণমূল নেতাকে খুনের চেষ্টার অভিযোগে মূল অভিযুক্ত জাকির সেখকে গ্রেপ্তার করল পুলিশ। শুক্রবার তাকে কালিয়াচক থানার পুলিশ নওদা যদুপুরের কাশেমনগর এলাকা থেকে গ্রেপ্তার করে এবং শনিবার ধৃতকে ১৪ দিনের পুলিশি হেজাপত চেয়ে পেশ করা হয় মালদা জেলা আদালতে।উল্লেখ্য, গত মঙ্গলবার কালিয়াচকের নওদা যদুপুর অঞ্চলের দারিয়াপুর মোমিনপাড়ায় তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ, শুট আউটের ঘটনা ঘটে বলে খবর। স্থানীয় তৃণমূল নেতা জাকির সেখ এবং তৃণমূলের অঞ্চল সভাপতি বকুল সেখ এই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ, শুট আউটের ঘটনা ঘটে। যার জেরে হাসা সেখ নামে এক তৃণমূল কর্মীর গুলিতে মৃত্যুর অভিযোগ ওঠে। এছাড়াও তৃণমূলের অঞ্চল সভাপতি বকুল সেখ এবং তার ভাই তথা প্রাক্তন অঞ্চল প্রধান এসারুদ্দিনকে সেখের মাথা থেঁতলে খুনের চেষ্টার অভিযোগ ওঠে। এই ঘটনার তদন্তে নেমে কালিয়াচক থানার পুলিশ ঘটনার পর জাকির গোষ্ঠীর এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করে। তবে মূল অভিযুক্ত জাকির সেখ পলাতক ছিল। তাকে ধরতে পুলিশের পক্ষ থেকে স্নিফার ডগ দিয়ে তল্লাশি অভিযান চালানো হয়।

এছাড়াও ড্রোণের মাধ্যমে গোটা এলাকায় তন্নতন্ন করে তল্লাশি অভিযান চালায় পুলিশ। এরমধ্যেই শুক্রবার মালদায় আসেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। তিনি ‘কালিয়াচকে যান। সেখানকার পুলিশ কর্তাদের সঙ্গে গোটা ঘটনা নিয়ে একপ্রস্ত বৈঠক করেন বলে খবর। আর এই বৈঠকের পর মাত্র ঘন্টা দুই তিনেকের মধ্যেই কালিয়াচক থানার পুলিশ সংঘর্ষ, শুট আউটের ঘটনার মূল অভিযুক্ত পলাতক ‘তৃণমূল নেতা জাকির সেখকে গ্রেপ্তার করে বলে খবর। এরপর শনিবার ধৃতকে ১৪ দিনের পুলিশি হেপাজতের আবেদন জানিয়ে তোলা হয় মালদা জেলা আদালতে।