নিজস্ব প্রতিনিধি মালদা পঞ্চানন্দপুর, অবাইদুর রহমান
প্রতি বছরের ন্যায় এ বছরও পঞ্চানন্দপুর পাগলাঘাট বাস স্ট্যান্ড হয়ে গেল এক চমৎকার অল ইন্ডিয়া মাইনোরিটি অগ্রগানাইজেশন কনফারেন্স, বর্তমানে পরিচালনা করছেন নাসির আহমেদ (ভাস্কর), সে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন কর্মদক্ষ তারা, মাদ্রাসা বোর্ডের সদস্য জাকির শেখ, নয়াবাজার হাই স্কুল প্রধান শিক্ষক, জি সারেগামা কর্মশেরপা, দিসা, দার্জিলিং থেকে ছিলেন ডক্টর ঋষিকা চেত্রী আরো, উত্তর-পূর্ব ভারতের ১৩ জন শিল্পী ছিলেন এবং বিভিন্ন জায়গার শেরশাবদিয়া বংশের অতিথিরা হাজির ছিলেন।

সে অনুষ্ঠানকে ব্যাপকভাবে পরিচালনা করেছেন নাসির আহমেদ তিনি জানান যে,আগামীতে শেরশাবাদ মানুষদের পাশে অর্থাৎ পিছিয়ে পড়া মানুষদের পাশে ঝাঁপিয়ে পড়বো কথা দিলাম, পিছিয়ে পড়া দিয়ে বংশের তিনি দায়-দায়িত্ব নিয়েছেন এবং সে ক্ষেত্রে তাকে একটি তার বংশের লোক উপাধি দিয়েছেন, রাজা বা অধ্যাপক