নিজস্ব প্রতিনিধি মালদা পঞ্চানন্দপুর,অবাইদুর রহমান
২৫শে জানুয়ারি ২০২৫ ক্যাম্প বসলো মালদা জেলায় কালিচক 2 ব্লকের পঞ্চানন্দপুর অঞ্চলে সেখানে বর্তমানে বিডিও এবং জয়েন বিডিও হাজির ছিলেন এবং সমস্ত প্রকল্প গুলো ঠিকঠাক কাজ হচ্ছে কিনা তা দেখাশুনা করছেন নিজের দায়িত্ব হিসেবে, এবং দুয়ার সরকার ক্যাম্পে অফিসার আসার আগে বিভিন্ন ফর্ম গুলি বিক্রয় করা চলছিল, এবং অফিসাররা এসে তারা জানান আমরা সরকারি সুবিধা দিতে এসেছি, আপনারা ফর্মগুলি কেন কিনে নিচ্ছেন, তাছাড়া পঞ্চানন্দপুর গ্রাম পঞ্চায়েত অফিস থেকে একটি অফিস তৈরি করা হয়েছে।

যেখানে ফর্ম গুলি ফিলাপ করে দেওয়া হচ্ছে বিনামূল্যে, এদিকে খুশি হলেন জয়েন বিডিও তিনি জানান পশ্চিমবঙ্গে যতগুলো দুয়ারে সরকার ক্যাম্পাস সমস্ত জায়গায় দুয়ারে সরকার ক্যাম্পের সামনে লিখার জন্য অনেক মানুষ দাঁড়িয়ে থাকে এবং সেগুলি কেউ লিখে দিয়ে ইচ্ছামত টাকা নিচ্ছে জনগণের কাছ থেকে কিন্তু আমরা দেখলাম পঞ্চানন্দপুর এমন একটি জায়গা যেখানে সহযোগিতা আর সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছে পঞ্চানন্তপুরবাসী।