মনিপুষ্পক খাঁ : – মহাকাশে ঘটতে চলেছে সত্যি সত্যিই এক বিরল ঘটনা ৷ সারি দিয়ে দাঁড়িয়ে থাকবে একাধিক গ্রহ , যা দেখে মনে হতে পারে যেন গ্রহদের মিছিল চলছে মহাকাশে। এমনটি হতে চলছে ২৫ জানুয়ারি, শনিবার। খালিচোখেই মহাজাগতিক দৃশ্যটির সাক্ষী থাকতে পারবেন পৃথিবীবাসী ভারত সহ বিশ্বের অধিকাংশ দেশ থেকেই দেখা যাবে এই বিরল মহাজাগতিক দৃশ্য।সূর্যের চারপাশে ঘূর্ণায়মান সাতটি গ্রহ—শনি, বুধ, নেপচুন, শুক্র, ইউরেনাস, বৃহস্পতি এবং মঙ্গল একই সরলরেখায় অবস্থান করবে। যা জ্যোর্তিবিজ্ঞানের ভাষায় PLANET PARADE হিসেবে চিহ্নিত করা হয়েছে । জ্যোতির্বিজ্ঞানের মতে শুক্র এবং শনি এই দু’টি গ্রহ একে অপরের দুই ডিগ্রির মধ্যে ঘনিষ্ঠভাবে অবস্থান করবে। শুক্র, শনি, বৃহস্পতি এবং মঙ্গল এই চার গ্রহকে খালি চোখেই দেখা যাবে। তবে নেপচুন ও ইউরেনাস দেখতে হলে দূরবীন বা টেলিস্কোপ ব্যবহার করতে হবে।

প্রসঙ্গত, গ্রহের সারিবদ্ধতা অস্বাভাবিক নয় ৷ বিশেষজ্ঞরা জানান, এই মহাজাগতিক দৃশ্য সাধারণত সচরাচর ঘটে না ৷ গত বছর জুন মাসে এই ঘটনা ঘটেছিল ৷ তবে মাত্র দু’টি গ্রহকে খালি চোখে দেখা গিয়েছিল ৷ এবার 4টি গ্রহ দেখা যাবে। বিশেষজ্ঞরা বলছেন, সূর্যের এক পাশে কয়েকটি গ্রহের একই সময়ে অবস্থান সাধারণ ঘটনা হলেও, সাতটি গ্রহের একসঙ্গে থাকাটা সত্যিই বিরল।তাই বিজ্ঞানীরা এই ঘটনাকে বিরল এক ‘গ্রহ-সংযোগ’ হিসেবে চিহ্নিত করেছেন।
গ্রহ-সংযোগ দেখতে হলে শহরের আলোর দূষণ থেকে দূরে কোনও খোলা জায়গায় বা পাহাড়ে যেতে হবে। আবহাওয়া পরিষ্কার থাকলে নেপচুন ও ইউরেনাস ছাড়া অন্য সব গ্রহ খালি চোখেই দেখা যাবে। নেপচুন ও ইউরেনাস দেখতে হলে দূরবীন বা টেলিস্কোপ ব্যবহার করতে হবে।