মনিপুষ্পক খাঁ : – তৃণমূল নেতারা অবশ্য বলেন, দল বড়ো হলে বিতর্ক তৈরী হওয়া স্বাভাবিক। কিন্তু ওদের ‘নবীন বনাম প্রবীণ’ বিতর্ক সামনে চলেছে। এর মধ্যেই মমতা একাধিক সভায় বলেছেন -‘দল আমিই চালাবো।’ আর সেই বিতর্কের মাঝেই নতুন ক্যালেন্ডার বিতর্ক। নতুন বছরে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দফতর থেকে একটি ক্যালেন্ডার পাঠানো হয়েছিল দলের জেলা সভাপতিদের। যাতে লেখা ছিল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস কর্তৃক প্রচারিত। যাতে দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও ছবি রয়েছে। কিন্তু, দেখা যায় অভিষেকের ছবিটি মাপে মমতার থেকে বড়। স্বাভাবিক কারণেই এতে প্রবল ক্ষুব্ধ হন প্রবীণ বাহিনী। সঙ্গে সঙ্গে রাজ্য নেতৃত্ব এই ক্যালেন্ডার ব্যবহার করতে নিষেধ করে।

এই খবর পেয়ে রণে ভঙ্গ দেয় অভিষেক। তিনি তারপরেই দ্বিতীয় একটি ক্যালেন্ডার প্রকাশ করেন। তারপরই ক্যালেন্ডারের নকশাই বদলে ফেলা হয়। তৈরি হয় নতুন ডিজাইন। নতুন ক্যালেন্ডারে দেখা যায় মমতার ছবি অভিষেকের ছবি থেকে বড়। সেই ক্যালেন্ডার ইতিমধ্যেই জেলায় জেলায় পাঠানো শুরু হয়েছে বলে খবর। যেকোনো সংবাদে তৃণমূলে কুনাল ঘোষ বাতাসের চেয়েও দ্রুত প্রতিক্রিয়া দেন। সেই কুনাল ঘোষকে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “আমি শুধু এটুকু বলতে পারি তৃণমূল কংগ্রেস পরিবারের তরফে কোনও ক্যালেন্ডার থাকলে নিশ্চিতভাবেই সেখানে দলের সর্বাধিনায়িকা মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সবথেকে বেশি গুরুত্ব পাবে।”