মনিপুষ্পক খাঁ : – বাংলাদেশে জনবিস্ফোরণ নিয়ন্ত্রনের জন্য বহু বিবাহ স্বীকৃত থাকলেও তার জন্য বেশ কিছু কর নির্ধারন করা আছে। যেমন – আগে প্রথম বিবাহ বা প্রথম স্ত্রী’র মৃত্যুর পর বিবাহের জন্য একজন পুরুষকে ১০০ টাকা বাবদ কর দিতে হত। প্রথম স্ত্রী’র জীবদ্দশায় দ্বিতীয় বিয়ে করতে হলে দিতে হত ৫ হাজার টাকা। সেই দুই স্ত্রীয়ের জীবদ্দশায় তৃতীয় বিয়ে করতে গেলে কর বাবদ দিতে হত ২০ হাজার টাকা। আর চতুর্থ বিয়ে করতে গেলে দিতে হত ৫০ হাজার টাকা। এই আইন থাকায় বহু বিবাহ কিছুটা হলেও নিয়ন্ত্রনে ছিল। অনেকেই মনে করেন, এই আইন মুসলিম সরিয়ত বিরোধী।

ইউনুস সরকার সেই আইন প্রত্যাহর করে নিলেন। অর্থাৎ বিশ্বের বহু মুসলিম দেশের মতো বহু বিবাহ অনুমোদন পেয়ে গেলো। এই বিধানের প্রতি তীব্র প্রতিবাদ জানিয়ে লেখিকা তসলিমা নাসরিন বলেন, ‘বাংলাদেশকে ইসলামী রাষ্ট্র বানাবার সংস্কার চলছে। আইন উপদেষ্টা যে সংস্কার করেছেন, অনেকে ভাবতে পারে সে সংস্কার তিনি তাঁর নিজের স্বার্থে করেছেন। যেহেতু সম্প্রতি তিনি প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় বিবাহ সেরেছেন এবং তিনি তাঁর চতুর্থ বিবাহ, পঞ্চম বিবাহ, এমনকী ত্রয়োদশ বিবাহ নির্বিঘ্নে সারতে, আগাম ব্যবস্থা করে নিলেন।’ এখানেই না থেমে তিনি আরও বলেন, ‘কিন্তু আমি মনে করি, তিনি নিজের স্বার্থে শুধু নয়, সমস্ত লোলুপ পুরুষের স্বার্থে এই সংস্কারের কাজটি করেছেন। এতে বাংলাদেশ জন সংখ্যা অচিরেই হয়তো অনেক বেড়ে যাবে।