মনিপুষ্পক খাঁ : – আগামী ১ফেব্রুয়ারি কেন্দ্রীয় বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। কেন্দ্রীয় অর্থমন্ত্রী বাজেটে কী ঘোষণা করেন, সেদিকে তাকিয়ে সবাই। সকলেরই আশা বেশ কিছু নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম হয়তো কিছুটা কমবে আর কিছুটা স্বস্তি আসবে আয়করে। কিন্তু রাজ্য বাজেট? বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচনের দামামা বাজবে। নির্বাচনের আগে বাংলায় শেষ পূর্ণাঙ্গ বাজেটের দিন ঘোষণা করল মমতার সরকার। মন্ত্রিসভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে, বাজেট অধিবেশন শুরু হবে আগামী ১০ ফেব্রুয়ারি। ১২ ফেব্রুয়ারি বাজেট পেশ করবেন রাজ্যের অর্থ দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। ২০২৫-২৬ অর্থবর্ষের জন্য বাজেট পেশ করবেন তিনি।

সারা রাজ্যের মানুষ তাকিয়ে আছে সেই বাজেটের দিকে। পরের বছর ফেব্রুয়ারিতে ভোট অন অ্যাকাউন্ট বাজেট পেশ হবে। তারপর নতুন সরকার গঠনের পর পূর্ণাঙ্গ বাজেট পেশ হবে। ফলে রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে বাজেটে জনমোহিনী কোনও ঘোষণা করা হবে কি না, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ কি কিছুটা পূরণ হবে? এমন অনেক প্রশ্ন সামনে এসেছে।