মনিপুষ্পক খাঁ : – এক বছর অপেক্ষার পড়ে আজ সংসদে শুরু হচ্ছে বাজেট অধিবেশন। আগামীকাল পেশ হবে পূর্ণাঙ্গ বাজেট। ইতিমধ্যে বিভিন্ন দলের পক্ষ থেকে অর্থমন্ত্রীকে চিঠি দিয়ে বাজেটে তাদের দাবি জানানো হয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু শুক্রবার সংসদের যৌথ অধিবেশনে ভাষণ দিয়ে অধিবেশনের সূচনা করবেন। অর্থনৈতিক সমীক্ষা পেশ করবেন অর্থমন্ত্রী ৷আজ থেকে শুরু হওয়া বাজেট অধিবেশন। তবে টানা নয়, 2টি পর্যায়ে ভাগ করা হয়েছে বাজেট অধিবেশনকে ৷ প্রথম পর্যায় শুরু হচ্ছে আজ থেকে, চলবে 13 ফেব্রুয়ারি পর্যন্ত। তবে এর মধ্যে 5 ফেব্রুয়ারি দিল্লিতে বিধানসভা নির্বাচন রয়েছে। তাই সেদিন সংসদের সমস্ত কার্যক্রম স্থগিত থাকবে ৷ আগামী 3 থেকে 5 ফেব্রুয়ারির মধ্যে রাষ্ট্রপতির ভাষণের ধন্যবাদ জানাতে বক্তব্য রাখতে পারবেন সাংসদরা। রাজ্যসভায় বাজেট নিয়ে আলোচনার জন্য 3 দিন নির্ধারণ করা হয়েছে ৷ আগামী 6 ফেব্রুয়ারি রাজ্যসভায় বাজেট নিয়ে বক্তব্য রাখতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

এর পড়ে কিছুটা বিরতি দিয়ে শুরু হবে দ্বিতীয় পর্বের বাজেট অধীনেশন। 10 মার্চ থেকে শুরু হবে, চলবে আগামী 4 এপ্রিল পর্যন্ত। বাজেটের আগে আজ সংসদে অর্থনৈতিক সমীক্ষা রিপোর্ট প্রকাশিত হবে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এই অর্থনৈতিক সমীক্ষা রিপোর্ট পেশ করবেন। গত এক বছরে দেশের অর্থনৈতিক পরিস্থিতি কী অবস্থায় ছিল তা তুলে ধরবেন অর্থমন্ত্রী ৷ গত এক বছরে দেশের আর্থিক পরিস্থিতির কী অবস্থা, জিডিপি বৃদ্ধির হার কেমন, তা এই রিপোর্টে উল্লেখ থাকবে ৷ রাষ্ট্রপতির ভাষণের পর অর্থমন্ত্রী লোকসভা ও রাজ্যসভায় অর্থনৈতিক সমীক্ষা তুলে ধরবেন ৷ শনিবার সংসদে বাজেট পেশ করবেন তিনি ৷