মনিপুষ্পক খাঁ : – কলকাতা কি ধীরে ধীরে বাধ্য-ভূমিতে পরিণত হচ্ছে। রাজনৈতিক খুনগুলো যদি বাদও দিই তাহলে গল্ফগ্রিনর দুটো মর্মান্তিক ঘটনার পরে আবার মেট্রোপলিটন বাইপাসে রাস্তায় ধাওয়া করে খুন করা হয় তরুণীকে। প্রকাশ্য রাস্তায় গলার নলি কেটে দেওয়া হয় তরুণীর। রাতেই তাঁকে এনআরএস হাসপাতালে ভর্তি করানো হয়। আজ, শুক্রবার সকালে তরুণীর মৃত্যু হয়। ইতিমধ্যেই অভিযুক্তদের গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের মধ্যে একজন নাবালকও রয়েছে। বৃহস্পতিবার রাতে বাইপাস সংলগ্ন এক জনপ্রিয় রেস্তোরাঁর সামনে ঘটনাটি ঘটে। জনবহুল মেট্রোপলিটন এলাকায় আচমকাই তরুণীর উপরে চড়াও হয় কয়েকজন। তাঁকে ধাওয়া করে ধারাল অস্ত্র দিয়ে একাধিকবার কোপ মারা হয় বলে অভিযোগ। প্রাণ বাঁচাতে দৌড় লাগায় তরুণী। অনেকটাই হিন্দি ছবির স্টাইলে তার পিছনে অস্ত্র হাতে ছুটছে অনেকে।

সাহস করে কেউ তরুনিকে সাহায্য করতে এগিয়ে আসে নি। পরে কর্তব্যরত পুলিশকর্মীরা তরুণীকে উদ্ধার করে এনআরএস হাসপাতালে নিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে প্রগতি ময়দান থানার পুলিশ। গ্রেফতার করা হয় এক নাবালক সহ তিন যুবককে। মৃত তরুণীর নাম রোফিয়া শাকিল (২৪)। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, সম্পর্কের টানাপোড়েনের জেরেই এই ঘটনা। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। ধৃত তিনজনের মধ্যে একজনের বয়স মাত্র ১৬। এই ঘটনায় প্রশ্ন উঠেছে, কোথায় গেলো বাংলার প্রশাসন আর সংস্কৃতি।