নিজস্ব প্রতিনিধির মালদা, অবাইদুর রহমান
মালদার কালিয়াচক থানার রামনগর বাজার সংলগ্ন ভোলাইচক এলাকায় বৃহস্পতিবার রাতে শুট আউট কান্ডের পর শুক্রবার থমথমে রয়েছে এলাকার পরিবেশ-পরিস্থিতি। শুনশান রয়েছে গ্রামের রাস্তাঘাট। আতঙ্কের ছাপ গ্রামবাসীদের চোখেমুখে। উল্লেখ্য, মাস খানেকের মধ্যে মালদায় পরপর একাধিক খুন ও শুট আউটের ঘটনা ঘটেছে। বিশেষ করে মালদার ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকাগুলিতে বেড়েছে দুষ্কৃতী দৌরাত্ম। যার ফলস্বরূপ কখনও পুলিশের উপর হামলা চালিয়েছে চোরাকারবারী। আবার কখনও চোরাকারবারীদের দুই গোষ্ঠীর মধ্যে শুট আউটের ঘটনা ঘটেছে। এমনই ঘটনা ঘটে বৃহস্পতিবার রাতে মালদার কালিয়াচক থানার রামনগর বাজার সংলগ্ন ভোলাইচক এলাকায়। সেখানে একটি মদের দোকানের সামনে আমবাগানের মধ্যে দুই গোষ্ঠীর মধ্যে বচসা, গন্ডগোল বাঁধে। যার জেরে শুট আউটের ঘটনা ঘটে। এক পক্ষের গুলিতে অপর পক্ষের একজন গুলিবিদ্ধ হন। এবং অপর একজনের মাথায় হাঁসুয়ার কোপ মারায় তিনি গুরুতরভাবে জখম হন। বর্তমানে দুজনেই মালদা শহরের এক বেসরকারি নার্সিংহোমে চিকিৎসাধীন।

এই ঘটনার খবর পেয়ে রাতেই কালিয়াচক থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ তদন্তে নেমে অপরাজিতা সরকার, রকি সিংহ এবং চিরঞ্জিৎ মন্ডল নামে তিনজনকে গ্রেপ্তার করে বলে খবর। উল্লেখ্য, ঘটনাস্থল থেকে মাত্র তিন কিলোমিটার দূরেই রয়েছে ভারত-বাংলাদেশ সীমান্ত। তাই প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান চোরা চালান নিয়ে দুই গোষ্ঠীর লেনদেন সংক্রান্ত গন্ডগোল নিয়ে এই শুট আউটের ঘটনা। যদিও গুলিবিদ্ধ যুবক অসীম মন্ডলের পরিবারবর্গের দাবী, অসীম চোরা চালানের সঙ্গে যুক্ত নয়। সে কৃষিকাজ করে। তবে তাকে কেন গুলি করল দুষ্কৃতীরা সেই বিষয়ে তারা কিছুই জানাতে পারেন নি।এদিকে এই ঘটনার পর শুক্রবার সকাল থেকেই ভোলাইচক এলাকার পরিবেশ-পরিস্থিতি যথেষ্টই থমথমে রয়েছে। যে আমবাগানের মধ্যে শুট আউটের ঘটনা ঘটেছে তার পাশের রাস্তা দিয়ে লোকজনের সেরকম আনাগোনা চোখে পড়েনি। এলাকার রাস্তাঘাট অনেকটাই শুনশান রয়েছে। গ্রামবাসীদের চোখেমুখে রয়েছে আতঙ্কের ছাপ।