মনিপুষ্পক খাঁ : – আবার কি বাংলাদেশে ইউনুস সরকারের পরিবর্তন হতে চলেছে? এই প্রশ্ন ওঠার কারণ, আবার সক্রিয় শেখ হাসিনার দল আওয়ামি লীগ। সরাসরি চ্যালেঞ্জ করতে চলেছে মহম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারকেই! বাংলাদেশ জুড়ে ধর্মঘটের ডাক আওয়ামি লীগের। ফেব্রুয়ারি মাস জুড়ে রয়েছে তাদের কর্মসূচি। ১৮ ফেব্রুয়ারি ইউনূস সরকারের ইস্তফার দাবিতে গোটা বাংলাদেশে ধর্মঘটের ডাক দিয়েছে তারা। এদিকে, পাল্টা হুঁশিয়ারি দিয়েছে অন্তর্বর্তী সরকারও। প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী, আগামী ১ ফেব্রুয়ারি থেকে ফের বাংলাদেশের রাজনীতিতে সক্রিয়ভাবে নামছে আওয়ামি লীগ। ১ ফেব্রুয়ারি থেকে তারা কর্মসূচির লিফলেট বিলি করবে। ৬, ১০ ও ১৬ ফেব্রুয়ারিও তাদের এই কর্মসূচি রয়েছে। এরপর ১৮ ফেব্রুয়ারি দেশ জুড়ে ধর্মঘটের ডাক। সব মিলিয়ে বাংলাদেশ যে আবার অস্থির হতে চলেছে তাতে কোনো সন্দেহ নেই।

এদিকে বিএনপি ও ইউনুস চুপ করে বসে নেই। প্রেস সচিব শফিকুল আলম সাফ জানিয়েছেন, আওয়ামি লীগের পতাকায় কেউ অবৈধ বিক্ষোভ দেখালে আইনের মুখোমুখি হতে হবে। বাংলাদেশে অশান্তি, হিংসা তৈরির কোনও সুযোগ দেওয়া হবে না। তবে আওয়ামি লীগকে দেওয়া এই হুঁশিয়ারির যাতে ভুল ব্যাখ্য়া না হয়, তার জন্য সোশ্যাল মিডিয়ায় শফিকুল আলম লিখেছেন, “অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর কোনও ন্যায্য বিক্ষোভ বন্ধ বা নিষিদ্ধ করেনি। আমরা সমাবেশের স্বাধীনতা এবং সাংগঠিনক কর্মকাণ্ডে স্বাধীনতায় বিশ্বাসী।” এখন প্রশ্ন, বাংলাদেশে যে মৌলবাদী শক্তি মাথা চারা দিচ্ছে, তাদের কি দমন করা যাবে!