মনিপুষ্পক খাঁ : – সৃষ্টি সকাল ডেস্ক: – হাসি মুখে অষ্টম বার বাজেট পেশ করে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। সারা দিনের বাজেট ভাষণের পরে এক নজরে দেখে নিতে চাই এই নতুন বাজেট থেকে আমরা কী পেলাম!
গিগ ওয়ার্কারদের জন্য বড় ঘোষণা করেছেন নির্মলা সীতারামন। ই-শ্রম পোর্টালের মাধ্যমে নাম নথিভুক্ত করতে পারবেন গিগ ওয়ার্কাররা। নাম নথিভুক্ত করলে তাঁদের পরিচয়পত্র দেবে সরকার।
সিনিয়র সিটিজ়েনরা ১ লক্ষ টাকা পর্যন্ত করছাড়ের সুবিধা পাবেন।
বছরে ১২ লক্ষ টাকা আয় পর্যন্ত কোনও কর না লাগে। বেতনভোগীদের ক্ষেত্রে এই লিমিট ১২ লক্ষ ৭৫ হাজার টাকা।
প্রধানমন্ত্রী ধন ধান্য কৃষি যোজনা’-র ঘোষণা করা হয়েছে বাজেটে। এর মাধ্যমে কৃষিকাজে পিছিয়ে থাকা জেলাগুলির দিকে বিশেষ নজর দেওয়া হবে। রাজ্য সরকারগুলির সঙ্গে যৌথভাবে চলবে এই প্রকল্প। এর জেরে ১.৭৫ কোটি কৃষক উপকৃত হবেন।

- কিষান ক্রেডিট কার্ডের মাধ্যমে ঋণের পরিমাণ বাড়ানো হলো এ বছরের বাজেটে।
- প্রধানমন্ত্রী ধন ধান্য কৃষি যোজনা’-র ঘোষণা করা হয়েছে বাজেটে। এর মাধ্যমে কৃষিকাজে পিছিয়ে থাকা জেলাগুলির দিকে বিশেষ নজর দেওয়া হবে।
- গিগ ওয়ার্কারদের জন্য বড় ঘোষণা করেছেন নির্মলা সীতারামন। ই-শ্রম পোর্টালের মাধ্যমে নাম নথিভুক্ত করতে পারবেন গিগ ওয়ার্কাররা। নাম নথিভুক্ত করলে তাঁদের পরিচয়পত্র দেবে সরকার।
- SWAMIH প্রকল্পের ফান্ডে ১৫ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে ২০২৫ সালের বাজেটে।
- দেশের ৫০ পর্যটন কেন্দ্রকে বিশেষভাবে গড়ে বা সাজিয়ে তোলা হবে। পর্যটন শিল্পে জোর দিতেই এই উদ্যোগ।
- ইন্ডিয়া পোস্ট বা ভারতীয় ডাক বিভাগকে আরও বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে কেন্দ্রের। সব মিলিয়ে বাজেট নিয়ে দ্বিমত পোষণ করেন বিজেপি ও বিরোধীরা। বিজেপি বলেছে ‘অসাধারণ বাজেট’ আর বিরোধীরা বলছে ‘দিশাহীন বাজে।’