মনিপুষ্পক খাঁ : – নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি : – গোরু মারা অভয়ারণ্যে পর্যটকদের জন্য অনেক নতুন সুযোগ নিয়ে এসেছে বাগান কর্তৃপক্ষ। নতুন করে সংযোজিত হলো হাতির সঙ্গে ছবি তোলার সুযোগ ‘এলফি জোন’। ডুয়ার্সের প্রকৃতির কোলে হাতিদের সঙ্গে সেলফি তোলার দারুণ সুযোগ এনে দিল গরুমারা বন্যপ্রাণ বিভাগ। জলপাইগুড়ির ধূপঝোরা এলিফ্যান্ট ক্যাম্পে’ কুনকি হাতিদের সঙ্গে পর্যটকদের স্মৃতি বন্দি করার এই বিশেষ উদ্যোগের নাম দেওয়া হয়েছে ‘এলফি’—এলিফ্যান্ট ও সেলফির সংমিশ্রণে নতুন এক অভিজ্ঞতা। পর্যটকেরা খুবই খুশি এই উদ্যোগে। তবে কোনো বিপদ না ঘটে সেই দিকে অবশ্যই নজর দিতে হবে।

বনদপ্তরের সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন প্রশিক্ষণ করিয়েই তারা এই উদ্যোগ নিয়েছে। মাধুরী, হিলারি, ডায়নার মতো কুনকি হাতিদের সঙ্গে দেড় ঘণ্টা কাটানোর সুযোগ পাবেন পর্যটকরা। যদিও তাদের সামনে সরাসরি যাওয়া যাবে না, তবে নিরাপদ দূরত্বে রাখা ব্যারিকেডের সামনে দাঁড়িয়ে নেওয়া যাবে দারুণ কিছু ছবি। আগে ধুপঝরা এলিফ্যান্ট ক্যাম্পে কুনকি হাতিদের হাতিদের স্নান করাতে পারতেন পর্যটকেরা। সেটি এখন বন্ধ হয়ে যাওয়ায় পর্যটকদের জন্য নতুন আকর্ষণ হিসেবে এসেছে ‘সেলফি জোন’। ধূপঝোরা এলিফ্যান্ট ক্যাম্পে প্রতিদিন হাতিরা জঙ্গল টহল দিয়ে ফিরে আসে পিলখানায়। তাদের দেখভালের দায়িত্বে থাকেন মাহুত ও পাতাওয়ালারা। হাতিদের সঙ্গে এই মানবিক সম্পর্কের ছোঁয়া পর্যটকদের আরও কাছে নিয়ে আসবে নতুন উদ্যোগটি। চলতি শীতের মরশুমেই আনুষ্ঠানিকভাবে চালু হতে চলেছে ‘এলফি জোন’। ‘এলফি জোন’ – শব্দটা আভিধানিক নয়, কিন্তু অচিরেই এই শব্দ অভিধানে স্থান পাবে বলেই বন কর্তৃপক্ষের ধারণা।