অবাইদুর রহমান, মালদা :- সম্প্রতি[শেষ চিঠি তোমার প্রতি, লিখল নাঈম হাসান] এক নতুন কবিতা লিখে সমাপ্ত করেছেন, যা তাঁর সাহিত্যজীবনের একটি নতুন মাইলফলক হতে পারে। শেষ চিঠি তোমার প্রতি, নিয়ে রচিত পাঠকদের ভাবনাকে উস্কে দেয় এবং গভীর আবেগের প্রকাশ ঘটায়। তিনি কবিতাটি লিখেছেন সেই কবিতাটি হল-???
তোমাকে অনেক কিছু বলার ছিল
কিন্তু বলা হয়ে ওঠেনি !!
চাকরিটা ছিলোনা বলে চিনতে পারোনি ।
ব্যবসায় রিজিকের ৯ ভাগ থাকে
তুমি কুরআন পড়ে দেখোনি ?
চাকরি করে রান্না ঘরের সবজি বদলেছে
স্বপ্ন গুলো বাস্তব হয়ে ওঠেনি !!
তুমি চাইলে একসঙ্গে অনেক কিছু বদলে দিতাম !!
আমি কি চাই তুমি জিজ্ঞেস করোনি !!!
আমি ব্যবস্থায়ী হতে চাই এই জন্যে ,
কারন আমি সমাজ সেবি হতে চেয়েছি।
শেষে এটুকুই বলার ছিল আমার
তুমি হয়তোবা আমার তাহাজ্জুদ নামাজে
চাওয়া সেই নারী নও , যার মধ্যে আল্লাহ
আমার জন্য কল্যান রাখেনি।

লেখক এ কবিতার মাধ্যমে বিভিন্ন বাস্তবতা তুলে ধরেছেন, বিভিন্নভাবে কবিতা লিখেন তিনি, এবং এর প্রতি আগ্রহ তা জানা গেছে, এবং তিনি জানান কিছুদিনের মধ্যে কবিতার বই বিভিন্ন লাইব্রেরীতে পাওয়া যাচ্ছে