মনিপুষ্পক খাঁ : – গতকাল রবিবার, সরস্বতীপুজোর প্রথমদিন মোটামুটি বেশ ভালোই কেটেছে। বৃষ্টির একটা হাল্কা সম্ভাবনা থাকলেও তা হয় নি।
আলিপুর আবহাওয়া দপ্তর সোমবার সকলের ফোরকাস্টে বলেছে, দক্ষিণবঙ্গে (South Bengal Weather) বর্তমানে শীতের আমেজ প্রায় না বললেই চলে। দিনের বেলায় রীতিমতো গরম। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আজ তাপমাত্রায় বিশেষ কোনও হেরফের হবে না। তবে আগামীকাল থেকে ফের তাপমাত্রা নামতে পারে। ফলে শেষ বেলায় কিছুটা শীত ফিরবে। আবহাওয়া দফতর সূত্রে খবর, ফেব্রুয়ারির মাঝামাঝিতে শীত বাংলা থেকে বিদায় নেবে। আগামীকাল থেকে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী কিছু জেলায় তাপমাত্রা ২-৩ ডিগ্রি পর্যন্ত কমতে পারে। আজ ৩ ফেব্রুয়ারি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে উত্তর পশ্চিম ভারতে। ওদিকে উত্তর ভারতে জেড স্ট্রিম উইন্ড রয়েছে। অসম এবং রাজস্থানে রয়েছে দুটি ঘূর্ণাবর্ত। সকালের দিকে তীব্র কুয়াশা। সাম্প্রতিক অতীতে এতো কুয়াশা কিন্তু দেখা যায় নি। সন্ধ্যার পর থেকে ঝুপ করে নেমে আসে কুয়াশা। সকাল ৯টা পর্যন্ত সেই কুয়াশা থেকে যায়। কুয়াশার অধিক প্রভাব থাকবে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে। কুয়াশার জন্য জারি হয়েছে সতর্কতা।

অন্যদিকেও উত্তরবঙ্গে (North Bengal Weather) আপাতত একই রকম থাকবে তাপমাত্রা। পাশাপাশি ভোগাবে ঘন কুয়াশা। দার্জিলিং, কালিম্পং, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা, কোচবিহার সহ সব জেলাতেই কুয়াশার জন্য সতর্কতা জারি রয়েছে। আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই কোনো জেলাতেই।