মনিপুষ্পক খাঁ : – অবসান ঘটলো আম আদমি পার্টি ও কেজরীওয়ালা জামানার। মুখ পুড়ল আম আদমি পার্টির। দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আপ সুপ্রিমো অরবিন্দ কেজরীওয়াল হেরে গেলেন নির্বাচনে। তিনি নয়া দিল্লি আসন থেকে প্রার্থী হয়েছিলেন। দুর্নীতির বিরুদ্ধে লড়াই শুরু করেছিলেন আন্না হাজারে। আমরণ অনশনে বসেছিলেন তিনি। দেশ-বিদেশ থেকে তাঁর প্রতি সমর্থন উপচে পড়েছিল। ওই মঞ্চ থেকেই উঠে এসেছিলেন আরেক নেতা। অরবিন্দ কেজরীওয়াল। সরকারি চাকরি করা সাদামাটা এক ব্যক্তিই হয়ে উঠেছিলেন সততার প্রতীক। তারপরে নদী দিয়ে অনেক জল বয়ে গেছে। দুর্নীরির অভিযোগে কেজরীর জেল হয়েছে। এবার আরও পতন।

দিল্লি বিধানসভা নির্বাচনে আপ-এর ফল সামগ্রিকভাবে খারাপের দিকে। পরাজিত হয়েছেন অরবিন্দ কেজরীওয়াল, মণীশ সিসোদিয়া। তবে জয়ী হলেন অতিশী। কেজরীবাল জেল থেকে ফেরার পর অতিশীকে মুখ্যমন্ত্রী করেছিল আপ। কালকাজি কেন্দ্র থেকে জয়ী হলেন তিনি। বিজেপির দফতরগুলিতে উৎসবের পরিবেশ। সকাল সাড়ে ১২টা পর্যন্ত গণনায় ৪৬ আসনে এগিয়ে গিয়েছে বিজেপি। এদিকে, কর্মীরা উৎসবে মেতেছেন। চলছে মিষ্টি বিতরণ, কোথাও বাজি ফাটানো হচ্ছে। বিজেপি বিশাল সংখ্যাগরিষ্ঠতার দিকে এগিয়ে যাচ্ছে বলেই মনে করছেন বিশ্লেষকরা। এখন শুধুই সময়ের অপেক্ষা।