মনিপুষ্পক খাঁ : – যত সময় এগোচ্ছে, ততই মনে হচ্ছে দিল্লি অধিকারের লড়াইয়ে বিজেপি এগিয়ে চলেছে। ইতিমধ্যে বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ বলছেন, ”২৭ বছর ফের দিল্লিতে সরকার গড়তে চলেছে বিজেপি। এটা মোদি ম্যাজিকেরই জয়।” এখনও পর্যন্ত বিজেপি অনেকটা এগিয়ে থাকলেও আপ লড়ছে। কিন্তু যথারীতি এবারও শূন্যহাতে লড়াই শেষ করার দিকে এগোচ্ছে কংগ্রেস। আর এহেন পরিস্থিতিতে প্রতিক্রিয়া জানাতে গিয়ে কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী বলছেন, ”আমি জানি না। আমি এখনও ফলাফল দেখিনি।” কংগ্রেস প্রথমে একটি কেন্দ্রে কিছুটা এগিয়ে থাকলেও পড়ে অনেকটা পিছিয়ে পড়ে।

ইন্ডিয়া জোট না থাকায় এবার বিজেপি দ্রুত গতিতে এগিয়ে চলেছে। জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা খোঁচা দিলেন আপ-কংগ্রেসকে। দাবি করলেন, তাদের অন্তর্দ্বন্দ্বই বিজেপিকে সুবিধা করে দিয়েছে দিল্লির নির্বাচনের ফলাফলে। এক্স হ্যান্ডলে তিনি লিখলেন, ‘আরও ঝগড়া করো নিজেদের মধ্যে।’প্রাথমিক ট্রেন্ডে এগোতেই পণ্ডিত পন্থ মার্গ, রাজ্য বিজেপি দপ্তরে জয়োল্লাস বিজেপি সমর্থকদের। অযোধ্যার মিল্কিপুরে এগিয়ে বিজেপি। সৌরভ ভরদ্বাজ বলছেন, ”এক্সিট পোল মিথ্যে প্রমাণিত হবে। আপই সরকার গড়বে।” যদিও নিজের কেন্দ্রে তিনি এই মুহূর্তে ৬ হাজারেরও বেশি ভোটে পিছিয়ে রয়েছেন। সৌরভ যাই বলুন না কেন, জনাদেশ কিন্তু বিজেপির অনুকূলে বলেই মনে হচ্ছে।