মনিপুষ্পক খাঁ : – দিল্লির ফলাফলের ইঙ্গিত বলছে বিজেপির মন্ত্রীসভা গঠন শুধুই সময়ের অপেক্ষা। আর সেই সংবাদে উল্লোসিত বিজেপি শিবির। উল্লাস চেপে রাখেন নি বিরোধী দলনেতা শুভেন্দু। কিছুক্ষণ আগে মহিষাদল বিধানসভার হলদিয়া ব্লকের দেউলপোতা অঞ্চলে জনসংযোগ কর্মসূচিতে অংশ নেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক। সেখানে তিনি বলেন, “দিল্লি আমাদের হয়েছে। ২৬-এ বাংলার পালা। মাঝে বিহারও রয়েছে।” শনিবার পূর্ব মেদিনীপুরের মহিষাদলে এক জনসংযোগ কর্মসূচি থেকে তিনি জানান, বিজেপি ক্ষমতায় এলে এই সরকারের চেয়ে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা বেশি দেবে। আবাস যোজনায় টাকা বেশি দেবে। দিল্লিতে ২৬ বছর পর সরকার পরিবর্তন হলে এখানেও সম্ভব বলে তিনি মন্তব্য করেন। ফের হিন্দুদের একজোট হওয়ার বার্তা দেন তিনি। শুভেন্দু যথারীতি ধর্মের তাস খেলে চলেছেন। বিজেপির অভিযোগ মুসলিম ভোট পাওয়ার জন্য মমতা প্রথম থেকেই মুসলিম তোয়াজ করে চলেছেন। আর তারা হিন্দু ভোটকে এক জায়গায় আনতে চান।

জন সংযোগ কর্মসূচিতে তিনি বলেন, “দিল্লি আমাদের হয়েছে। ২৬-এ বাংলার পালা। মাঝে বিহারও রয়েছে। এবছরের নভেম্বরে বিহারে ভোট। সেখানে আমরাই জিতব। তারপরই ২০২৬ সালের মার্চ-এপ্রিলে বাংলায় ভোট।” বাংলায় ক্ষমতায় এলে বিজেপি কী কী পদক্ষেপ করবে, সেকথাও জানিয়ে দিলেন শুভেন্দু। তিনি বলেন, বিধবা ও বার্ধক্য ভাতা ৩ হাজার টাকা করে দেওয়া হবে। এখন তৃণমূল সরকার ১ হাজার টাকা করে দেয়। আবাস যোজনায় টাকা বাড়ানোর কথাও ঘোষণা করেন তিনি।