নিজস্ব প্রতিনিধি :- আগামী রবিবার শহরে অনুষ্ঠিত হতে চলেছে ‘কলকাতা পুলিশ এসডিএসএল (সেফ ড্রাইভ সেভ লাইফ) হাফ ম্যারাথন’। সেই কারণে ওই দিন এবং তার আগের রাতে শহরে যান নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুলিশ।
ট্র্যাফিক বিজ্ঞপ্তি অনুসারে, ৮ ফেব্রুয়ারী, ২০২৫ তারিখে ভোর ৪:০০ টা থেকে দুপুর ১২:০০ টা পর্যন্ত বেশ কয়েকটি প্রধান সড়কে সকল ধরণের পণ্যবাহী যানবাহন চলাচল নিষিদ্ধ থাকবে। এর মধ্যে রয়েছে আরআর অ্যাভিনিউ, এজেসি বোস রোড এবং খিদ্দারপুর রোডের মতো গুরুত্বপূর্ণ সড়ক।
ম্যারাথনের দিন, ৯ ফেব্রুয়ারি, ২০২৫ তারিখে, রেড রোড সহ কলকাতা ময়দান এলাকা ৮ ফেব্রুয়ারি রাত ১০:০০ টা থেকে দুপুর ১২:০০ টা পর্যন্ত, অথবা ম্যারাথন সম্পন্ন না হওয়া পর্যন্ত যানবাহন চলাচলের জন্য বন্ধ থাকবে। এই বন্ধের ফলে আশেপাশের এলাকায় উল্লেখযোগ্য পরিবর্তন ঘটবে বলে আশা করা হচ্ছে, ইভেন্টটি উপভোগ করার জন্য বেশ কয়েকটি রুট অবরুদ্ধ বা পরিবর্তন করা হবে।

কোন কোন ঘুরপথে গাড়ি চলবে?
ওল্ড কোর্ট হাউস স্ট্রিট বরাবর দক্ষিণমুখী গাড়িগুলিকে এসপ্ল্যানেড রো ইস্টের দিকে ঘুরিয়ে দেওয়া হবে।
মা ফ্লাইওভার ও খিদিরপুর রোড দিয়ে যে গাড়িগুলির যাতায়াত করার কথা, সেগুলিকেও অন্য রাস্তা দিয়ে ঘুরপথে চালানো হতে পারে। যাতে যানজট এড়ানো সম্ভব হয়।
পার্কিং সংক্রান্ত নিষেধাজ্ঞা:
হাফ ম্যারাথন চলাকালীন ভোর ৪টে ৩০ মিনিট থেকে অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত শহরের বিভিন্ন প্রান্তে গাড়ি পার্ক করা নিয়েও কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
ওই সময়ের মধ্যে যে রাস্তাগুলিতে গাড়ি পার্ক করা যাবে না, সেগুলি হল – খিদিরপুর রোড, আরআর অ্যাভিনিউ, জওহরলাল নেহরু রোড। এছাড়াও, ম্যারাথন চলাকালীন আশপাশের একাধিক রাস্তায় কিছুক্ষণের জন্য পার্কিং নিষিদ্ধ করা হতে পারে।