মনিপুষ্পক খাঁ : – আবার শীত কিছুটা ফিরে আসতে মানুষ খুশি। তবে এই শীত যে দীর্ঘ স্থায়ী নয়, তা জানিয়ে দিয়েছে হাওয়া অফিস।
রবিবর সকালে আলিপুর আবহাওয়া দপ্তর জানায়, পশ্চিমী ঝঞ্ঝা কেটে যেতেই কলকাতাতেও তাপমাত্রা হু হু করে কমতে শুরু করেছে (West Bengal Weather Update)। গত কয়েকদিন আগে ২০ ডিগ্রি পর্যন্ত ছাড়িয়ে গিয়েছিল তাপমাত্রা। সেখানে শনিবার এক ধাক্কায় তাপমাত্রা কমে ১৫ ডিগ্রির ঘরে। আজ রবিবারও এমনটাই পরিস্থিতি থাকবে বলে জানাচ্ছে হাওয়া অফিস। তবে এহেন পরিস্থিতি বেশিদিন স্থায়ী হবে না।পশ্চিমী ঝঞ্ঝা কেটে যেতেই উত্তরে ঠান্ডা হাওয়া প্রবেশ করছে বাংলায়। যার জেরে বাংলায় তাপমাত্রার পারদ ক্রমশ কমছে।

আলিপুর হাওয়া অফিস (West Bengal Weather Update) জানাচ্ছে, পশ্চিমী ঝঞ্ঝার কারনে উত্তরে ঠান্ডা হাওয়া বাংলায় ঢুকতে পারেনি। ফলে বাংলার মানুষন এবার শীতের মজা পায়নি। তবে আগামী কয়েকদিন পারদ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে নীচের দিকে থাকবে বলেই পূর্বাভাস। একই সঙ্গে ভোরের দিকে কুয়াশার সতর্কতা দেওয়া হয়েছে। বিশেষ করে পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে কুয়াশার দাপট থাকবে বলেও জানাচ্ছে হাওয়া অফিস।
অন্যদিকে উত্তরেও শীতের দাপট রয়েছে। কয়েকটি জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। শুধু তাই নয়, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে বেশি কুয়াশা সতর্কতাও (West Bengal Weather Update) দেওয়া হয়েছে।