মনিপুষ্পক খাঁ : – আবার তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। সকাল থেকে প্রচুর কুয়াশা। দৃশ্যমানতার অভাব। ট্রেন ও বাস ধীরে চলছে। তবে আবার কিছুটা ঠান্ডা বাড়ার ইঙ্গিত পাওয়া গেছে।
মঙ্গলবার আবহাওয়া অফিস জানাচ্ছে,আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, ধীরে ধীরে রাজ্যে বাড়তে থাকবে তাপমাত্রা। এরপর শুক্রবারের মধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস বেড়ে যেতে পারে। রাতের দিকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা ঠান্ডার অনুভূতি থাকলেও দিনে শীতের আমেজ কমতে কমতে উধাও হবে আগামী কয়েক দিনে। ১৪ ফেব্রুয়ারি শুক্রবার প্রেমদিবসে ফের সামান্য ঠান্ডার আমেজ ফিরতে পারে। যদিও শীতের কামব্যাকের আর কোনো সম্ভাবনা নেই রাজ্যে। আজ দক্ষিণবঙ্গের কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূম ও মুর্শিদাবাদ সহ অধিকাংশ জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশার দাপট বজায় থাকবে।আবহাওয়া দপ্তর সূত্রে খবর, গত কয়েকদিনে পশ্চিমী ঝঞ্ঝার বাধা কেটে যাওয়ায় উত্তরে হিমালয় থেকে শীতল বাতাস ঢুকে তাপমাত্রা নেমেছিল রাজ্যে। তবে এবার তাপমাত্রা বাড়বে। আপাতত দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই।

অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী পাঁচ দিনে তাপমাত্রার বড় কোনও পরিবর্তন হবে না বলে জানিয়েছে আবহাওয়া দফতর। শুক্রবার পর্যন্ত তাপমাত্রা একই রকম থাকবে (North Bengal Weather)। উত্তরের অধিকাংশ জেলায় কুয়াশার দাপট বজায় থাকবে। কুয়াশার সতর্কতা বজায় আছে।