নিজস্ব প্রতিনিধি মালদা, অবাইদুর রহমান
ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরীকে হুমকি ফোনের ঘটনায় মালদার কালিয়াচক থেকে গ্রেপ্তার এক মোবাইল সিমকার্ড ব্যবসায়ী। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত ব্যবসায়ীর নাম ওয়াসিম আক্রাম। বাড়ি কালিয়াচকের মসিমপুর এলাকায়। তার মোবাইলের সিমকার্ড বিক্রির দোকান রয়েছে সুজাপুর স্ট্যান্ডে। সেখানে সে গত আট বছর ধরে এই ব্যবসা করছে। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরীকে হুমকি ফোন করার ঘটনায় ধৃত মূলচক্রী শাহাদাত সেখকে সে নাকি সিমকার্ড স্লাপাই করেছিল। তাই পুলিশ তাকে এই ঘটনায় গ্রেপ্তার করেছে। উল্লেখ্য, গত শুক্রবার সকাল সাড়ে ১০টা নাগাদ ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরীর মোবাইলে হুমকি ফোন আসে। ফোনের অপরপ্রান্তে থাকা ব্যক্তি নিজেকে ডি কোম্পানীর লোক এবং তার নাম প্রদীপ বলে পরিচয় দিয়ে ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যানকে হুমকি ফোন করে। সে চেয়ারম্যানের কাছে কুড়ি লক্ষ টাকা দাবী করে এবং দাবী মতো টাকা না পেলে চেয়ারম্যান সহ তার পরিবারকে প্রাণনাশের হুমকি দেয় বলে অভিযোগ। এই ঘটনার তদন্তে নেমে শনিবার মালদা জেলা পুলিশ ঘটনার মূলচক্রী সহ মোট পাঁচজনকে পাকড়াও করে বলে খবর। ধৃত পাঁচজনের মধ্যে একজন রয়েছে ঘটনার মূলচক্রী।

তার নাম শাহাদাত সেখ। বাড়ি ইংরেজবাজার থানার মসিমপুর থেকে মোবাইলের সিমকার্ড ব্যবসায়ী ওয়াসিম আক্রামকে গ্রেপ্তার করে খবর। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরীকে হুমকি ফোন করার ঘটনায় ধৃত মূলচক্রী শাহাদাত সেখকে সে সিমকার্ড স্লাপাই করেছিল। যদিও পুলিশের এই দাবী মানতে নারাজ ধৃত ওয়াসিম আক্রামের পরিবারবর্গ সহ পাড়া-প্রতিবেশিরা।তাদের বক্তব্য ওয়াসিম খুব ভালো ছেলে। সে এই ধরনের কোন কাজের সঙ্গে যুক্ত থাকতে পারেনা। সে মোবাইলের সিমকার্ড বিক্রির ব্যবসা করে। কে তার কাছে সিমকার্ড নিয়ে কী করল তার জন্য ওয়াসিমকে গ্রেপ্তার করা ঠিক নয়। পুলিশের উচিত ঘটনার সঠিক তদন্ত করে প্রকৃত দোষীকে গ্রেপ্তার করা।