মনিপুষ্পক খাঁ : – বৃহস্পতিবার তৃণমূলের মেগা সভা ইন্ডোরে। ১১টার সময় গানের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। ২০২৬ এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে শুরু হয়েছে বক্তৃতা। অভিষেক আসেন সাড়ে ১১টার সামান্য পরে। তার আগে মদন মিত্র থেকে শুরু করে ফিরহাদ হাকিম সকলেই হাসতে হাসতে ইন্ডোরে প্রবেশ করেন। শুরু হয়ে যায় অভিষেকের বক্তব্য।
অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রাথমিক কিছু কথা বলেই চলে যান আসল প্রসঙ্গে – আসন্ন ২০২৬ নির্বাচন। তিনি বলেন, সন্দেশখালির ঘটনা নিয়ে মিথ্যা প্রচার করেছে। মানুষ লোকসভা ভোটে দেখিয়ে দিয়েছে। তারপরও শিক্ষা হয়নি বিজেপির। আবাসের টাকা রাজ্য সরকার দিয়ে দেবে। ২১ লক্ষ মানুষের টাকা সরকার দিয়েছে। তিনি তুলে ধরেন কেন্দ্রীয় বঞ্চনার নিদর্শন।

তিনি বলেন, আমাদের দল ও রাজ্যের ভাবমূর্তি নষ্ট করার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে বিজেপি। কিন্তু মানুষ আমাদের সঙ্গে আছে। এরা বাংলাকে গুজরাট-মধ্যপ্রদেশ করতে পারেনি। আমরা বুকের রক্ত দিয়ে বাংলাকে আগলে রাখব। ওদের কাছে ইডি-সিবিআই আছে, মিডিয়া, টাকা আছে। কিন্তু ওরা তৃণমূলের মতো দল বানাতে পারেনি। আমাদের আছে মানুষ। মানুষ থেকে আমরা যেন দূরে সরে না যাই। ব্লক সভাপতিদের বলব কাজে যেন শিথিলতা না আসে। আপনারা দেখেছেন বিজেপি কীভাবে কলুষিত করেছে। তিনি সকলের উদ্দেশ্যে বলেন, মানুষের কাছে গিয়ে বিজেপির মুখোশ খুলে দিতে হবে আপনাদের। এই মুহূর্তে একমাত্র লক্ষ্য মানুষের কাছে সরকারের কথা আর সরকারি প্রকল্পের সুবিধা পৌঁছে দেওয়া।