মনিপুষ্পক খাঁ : – বাংলাদেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ সে দেশের সেনা প্রধানের। কত ৭/৮ মাস ধরে ক্রমাগত দেশেই আইন-শৃঙ্খলা ভেঙে পড়ছে। সেনা প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান খুবই উদ্বেগ প্রকাশ করেন এক অনুষ্ঠানে। তিনি বলেন, “আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি, পরে বলবেন যে আমি সতর্ক করিনি। আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি, আপনারা যদি নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে একসাথে কাজ করতে না পারেন, নিজেরা যদি কাদা ছোড়াছুড়ি করেন, মারামারি কাটাকাটি করেন, এই দেশ এবং জাতির স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে।” তিনি স্পষ্ট করে বলেন, দেশের মধ্যে একটা নেই। একে অপরের দোষ খুঁজতে ব্যস্ত।

তিনি নিজে আসনে বসে বুঝতে পারছেন, এই অবস্থা চললে দেশেই স্বাধীনতা বিপন্ন হতে পারে। মঙ্গলবার ঢাকায় রাওয়া কনভেনশন হলে আয়োজিত ২০০৯ সালে পিলখানা হত্যাকাণ্ড নিয়ে বিশেষ অনুষ্ঠানে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান এ কথা বলেন। সেই সঙ্গে সেনাবাহিনীকে সহায়তা করার আহ্বান জানিয়েছেন তিনি। সেনাপ্রধান বলেন, “আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি, পরে বলবেন না যে আমি সতর্ক করিনি। আপনারা যদি নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে একসাথে কাজ না করতে পারেন, নিজেরা যদি কাদা ছোড়াছুড়ি করেন, মারামারি কাটাকাটি করেন, এই দেশ এবং জাতির স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে। আমি আজকে বলে দিলাম, নইলে আপনারা বলবেন যে, আমি আপনাদের সতর্ক করিনি।”