মনিপুষ্পক খাঁ: – বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের অন্দরে পর্যটকরা আগে প্রবেশ করতে পারলেও বিগত কয়েকবছর ধরে আশ্রম চত্বরে প্রবেশের ক্ষেত্রে পর্যটকদের নিষেধাজ্ঞা ছিল। বিদ্যুৎ চক্রবর্তী বিশ্বভারতীর উপাচার্য থাকাকালীন সময়ে কঠোরভাবে নিষিদ্ধ হয় পর্যটকদের প্রবেশ। এতদিন রবীন্দ্র ভবন ও নির্দিষ্ট কিছু জায়গায় প্রবেশ করতে পারতেন পর্যটকেরা। তবে পাঠভবন সহ বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের অন্দরে থাকা বিভিন্ন ঐতিহ্যবাহী জায়গায় ইচ্ছে থাকলেও দর্শন করার উপায় ছিল না শান্তিনিকেতনে ঘুরতে আসা সাধারণ পর্যটকদের। সেই অপেক্ষার অবসান ঘটিয়েছেন বর্তমানে বিশ্বভারতীর স্থায়ী উপাচার্য। উপাচার্যের দায়িত্ব নেওয়ার পরেই তিনি বিজ্ঞপ্তি দিয়ে ঘোষণা করেছেন আশ্রম চত্বর পর্যটকদের জন্য সম্পূর্ণ ভাবে খুলে দেওয়ার কথা। তবে উল্লেখযোগ্য, আশ্রম চত্বরে প্রবেশের জন্য বেশ কিছু কড়া নিয়ম মেনে চলতে হবে পর্যটকদের।

সম্প্রতি বিশ্বভারতী এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এখন থেকে পর্যটকদের আশ্রমে প্রবেশ করার জন্য আগাম অনুমতি নিতে হবে নির্দিষ্ট একটি ই-মেইল (pro@visva-bharati.in) মারফত। সেখানে কর্তৃপক্ষকে আগে থেকেই জানাতে হবে কতজন আশ্রমে প্রবেশ করবেন, কোন সময় প্রবেশ করবেন,তাদের পরিচয় ইত্যাদি বিস্তারিত বিষয়গুলি। জানা গেছে, নির্দিষ্ট একটি দিনে কতজন পর্যটক প্রবেশ করতে পারবেন সেই বিষয়টিও সামনে আসবে কিছুদিনের মধ্যেই।
বিশ্বভারতী কর্তৃপক্ষ জানিয়েছেন আশ্রমে প্রবেশ করার জন্য এই নিয়ম আসলে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের বিশ্ব ঐতিহ্য ও আশ্রমে নিজস্ব সুস্থ সংস্কৃতি বজায় রাখার স্বার্থে পর্যটকদের মেনে চলতেই হবে।
একনজরে বিশ্বভারতীর নতুন নিয়মাবলী :
১) বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের অন্দরে ঘুরে দেখার জন্য অন্তত দুই সপ্তাহ আগে থেকে পর্যটকদের আবেদন করতে হবে ।
২) অনুমতির জন্য আবেদন পত্র ইমেইল করতে হবে pro@visva-bharati.in ঠিকানায়। তাতে দর্শনের তারিখ, কতজন পর্যটক তার সংখ্যা, নির্দিষ্ট পরিচয় পত্র, দর্শনের সময় ইত্যাদি বিষয়গুলির উল্লেখ করতে হবে।
৩) পাঠ ভবনের ক্লাস চলাকালীন সময়ে অর্থাৎ বুধবার ও রবিবার বাদে অন্যান্য দিন দুপুর ১ টা পর্যন্ত আশ্রম এলাকায় প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।